ছেলে টম প্রেমে পড়ার পর জন স্টেইনব্যাকের তাকে লেখা চিঠি।

প্রিয় টম, 

আজ সকালে আমরা তোমার চিঠি পেয়েছি, আমি আমার দৃষ্টিকোন থেকে আমার মতামত জানাবো, আর এলেইন অবশ্যই তার দিক থেকে। 

প্রথমত - তুমি যদি প্রেমে পড়ে থাকো - তা অবশ্যই ভালো - জীবনে কারো সাথে এর থেকে ভালো কিছু আর হতে পারে না। কাউকে এর তাৎপর্য ছোট বা হালকা করে দিতে দিও না। 

দ্বিতীয়ত - ভালোবাসা কয়েক ধরনের। এক ধরনের ভালোবাসা হলো গিয়ে স্বার্থপর, অহংকারী, একরোখা যেটা মানুষ নিজেদের অপূর্ণতা পুরণ করতে ব্যবহার করে। এই ধরনের ভালোবাসা তোমাকে পঙ্গু করে দেয়, এই ধরনের ভালোবাসা কুৎসিত। আর আরেক ধরনের ভালোবাসা আছে যেটা তোমার মধ্যে থেকে সমস্ত ইতিবাচক গুণাবলি - কোমলতা আর বিবেচনাবোধ, শ্রদ্ধা - সবকিছু টেনে বের করে আনে। শুধু সামাজিক দিক থেকে বিবেচিত শ্রদ্ধা-ই না, আরেকজনকে অনন্য আর মূল্যবান হিসেবে চিনতে সক্ষম হওয়া যায়, যেভাবে আর কেউ কখনো তাদের শ্রদ্ধা করেনি। প্রথম ধরনের ভালোবাসা তোমাকে দূর্বল আর অসুস্থ বানিয়ে ফেলতে পারে। আবার দ্বিতীয়টা তোমার ভেতরে জ্ঞান আর সাহস আর এমন সব গুণাবলির বের করে আনবে, যেসবের অস্তিত্ব সম্পর্কে তুমি নিজেই অবহিত ছিলে না। 

তুমি বলছিলে এটা কৈশোরের দুষ্টু-মিষ্টি প্রেম না - এত গভীর ভাবে যদি তুমি এটা অনুভব করতে সক্ষম হও, অবশ্যই এটা অমন প্রেম না। 

কিন্তু আমার মনে হয় না তুমি আমাকে তুমি কী অনুভব করছ, তা জিজ্ঞেস করেছ। তোমার অনুভূতিকে তুমি সবার চেয়ে ভালো জানো। তুমি আমার কাছে যা চেয়েছ তা হচ্ছে এখন কী করা উচিৎ তা নিয়ে সাহায্য - সেটা আমি করতে পারি। 

এই ভালোবাসা নিয়ে তোমার গর্ব করা উচিৎ, তোমার উচিৎ এটা নিয়ে কৃতজ্ঞ থাকা। 

ভালোবাসার উদ্দেশ্য শ্রেষ্ঠ আর সবচেয়ে সুন্দর- চেষ্টা করবে এই উদ্দেশ্য টিকিয়ে রাখবার। 

তুমি কাউকে ভালোবেসে থাকলে তা স্বীকার করতে কোনো ক্ষতি নেই - কিন্তু তোমার মনে রাখতে হবে যে কিছু মানুষ খুব লাজুক, আর মাঝে মাঝে অবশ্যই স্বীকার করার সময় এই লাজুকতাকে বিবেচনায় আনতে হবে। 

তোমার অনুভূতি জানবার মেয়েদের এক অদ্ভুত তরিকা আছে, তারা জানতে পেরে যায় তুমি কী ভাবছ, কিন্তু সাধারণত তারা এই অনুভূতির বহিঃপ্রকাশও শুনতে চায়। 

মাঝে মাঝে এমনও হয় যে নানা কারনে তুমি তোমার ভালোবাসাটা ফেরত পাচ্ছ না - কিন্তু তা তোমার ভালোবাসাকে তাৎপর্যহীন বা হালকা করে দেয় না। পরিশেষে, আমি তোমার অনুভূতিটা জানি, চিনি, কারন আমার কাছেও ভালোবাসা আছে আর আমি জেনে খুশি, যে তুমিও এই অসামান্য সুন্দর জিনিসটা পেয়েছ। 

আমরা খুশিমনে সুজ্যানের সাথে দেখা করব। সুজ্যান আমাদের বাসায় স্বাগতম। কিন্তু এর বন্দোবস্ত করবে এলেইন, এটা ওর রাজ্য। এলেইনও ভালোবাসা সম্পর্কে জানে, আর হয়তো ও তোমাকে আমার চেয়েও বেশি সাহায্য করতে পারবে। 

আর হারানোর ভয় পেয়ো না। যদি হবারই হয়, তাহলে নিজে নিজেই হবে - আসল কথা হচ্ছে তাড়াহুড়ো করো না। ভালো কিছু কখনো পালিয়ে যায় না। 
 
ভালোবাসা, 
বাবা

তর্জমা : স্পন্দন তাহসান

Comments