নোভা এফেক্ট : দ্যা ট্র‍্যাজেডি অফ গুড লাক

 ধরুন আপনি একটা জার্মান শেফার্ড কিনেছেন। এলাকায় চোর ডাকাতের উপদ্রব, কুকুরের ভয়ে চোর ডাকাত বাড়ির ত্রিসিমানায়ও আসবে না। শান্তিতে ঘুমোনো যায়।  কিন্তু এই দাড়োয়ানকে টাকা পয়সা দিয়ে সম্মানী না দিতে হলেও সকাল বিকাল খাবার দিতে হয়, নিয়ে ঘুরতে বেরোতে হয়।


তো আপনার কুকুরকে আপনি ওয়াকে নিয়ে গেলেন। 

বলা নেই কওয়া নেই, কোত্থেকে এক খরগোশ উদয় হলো। কুকুরটি আপনার হাত থেকে ছুটে দৌড়ে গেলো খরগোশটিকে ধরতে। খরগোশোও দিলো ছুট। আপনিও দৌড় দিয়েছেন তাদের পেছনে আপনার কুকুরটিকে ধরার জন্য। কিন্তু তা কী আর হয়? জার্মান শেফার্ড বলে কথা! কুকুর আর খরগোশ নাগালের বাইরে চলে গেল আপনার। আপনার সদ্য কেনা ত্রিশ হাজার টাকা দামের জার্মান শেফার্ড হারিয়ে গেলো কোথাকার এক খরগোশকে ধরতে গিয়ে!


কুকুর হারানোর শোকে আপনি ভেঙে পড়লেন। 'হতভাগা খরগোশটাকে ওই সময়েই উদয় হতে হলো?' এই ভেবে কপাল চাপড়াচ্ছেন আপনি। মিসিং পোস্টার ছেপে দিলেন শহরজুড়ে। 


এক হপ্তা পর আপনার দরজায় টোকা পড়লো। দরজা খুলে দেখেন আপনার কুকুর দাঁড়িয়ে। সাথে অনিন্দ্যসুন্দরী এক মেয়ে। আপনি তাকে ধন্যবাদ জানালেন। তার ফোন নম্বর রেখে দিলেন। কুকুরটিকে আপনার হাতে ধরিয়ে দিয়ে সে চলে গেল।


রাতে আপনি মেয়েটিকে ফোন করলেন। আবারো ধন্যবাদ জানালেন। আপনি বললেন, কখনো কোন ফেভার লাগলে বিনা সংকোচে আপনাকে জানায়। যেই কথা সেই কাজ, মেয়েটি বিনা সংকোচে বলে উঠলো, "আপনি দস্তয়েভস্কি পড়েন? আপনার বাসায় 'ক্রাইম এন্ড পানিশমেন্টের' কপি দেখালাম আজকে। আমাকে কিছু দিনের জন্য দিতে পারবেন? পড়ে দিয়ে দিব।"







বই আদান প্রদানের মাধ্যমে আপনাদের সখ্য জমে উঠলো। দেখা গেলো আপনাদের মাঝে অনেক কিছুই কমন। ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারেন আপনি তার সাথে কথা বলে। সাহস করে আপনি তাকে ডেটে যাওয়ার প্রস্তাব দিলেন। সে রাজী হলো।


আপনি খুশিতে ডিগবাজি খেলেন। মনে মনে ভাবলেন, ভাগ্যিস কুকুরটা সেদিন হারিয়েছিলো, নাহলে তো এসব কিছুই হতো না!


রিকশায় করে রেস্টুরেন্টে প্রেয়সীর সাথে দেখা করতে যাচ্ছেন। এমন সময় এক বাস এসে ধাক্কা দিলো পেছন থেকে। রিক্সা থেকে পড়ে মাথা ফেটে গেলো আপনার।


ডেটে যাওয়া হলো না আর। 


সিটি স্ক্যান করা হলো। ডাক্তার এসে আপনার বিছানার পাশে বসলো।

"আপনার জন্য একটা খারাপ আর একটা ভালো খবর আছে, কোনটা দিব?"

"ভালোটা আগে শুনি" বললেন আপনি।

"দ্যা থিং ইজ, ভালো আর খারাপ খবর একটাই। ভালো খবর হচ্ছে আপনার কোন মেজর ইঞ্জুরী হয় নাই। ব্রেনও অক্ষত।"

"আর খারাপ খবর?"

"আপনার ব্রেনে টিউমার ধরা পরেছে, এখনো সময় আছে, অপারেশন করলে ঠিক হয়ে যাবে, আর কিছুদিন পর আসলেই আপনাকে বাচানো কষ্টসাধ্য হয়ে যেত।"


অপারেশন করা হলো। সাকসেসফুল। আপনার খরগোশটাকে মনে মনে ধন্যবাদ জানালেন। সে না বের হলে কুকুরটা হারাতো না, কুকুরটা না হারালে মেয়েটার সাথে দেখা হতো না, মেয়েটার সাথে দেখা না হলে ডেটে যেতে গিয়ে এক্সিডেন্ট হতো না, টিউমারও ধরা পড়তো না। আপনি মারা যেতেন।


এটার নাম 'দ্যা নোভা এফেক্ট : দ্যা ট্র‍্যাজেডি অফ গুড লাক'। প্রতি খারাপ দিকেরই একটা ভালো দিক আছে। অন্যভাবে বললে প্রতি ভালো দিকেরই একটা খারাপ দিক আছে। এখন খারাপ দিকটা ভেবে ভেঙে পড়বেন নাকি ভালো দিকটা নিয়ে সুখে থাকবেন সেটা আপনার ব্যাপার।

Comments